ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমানের ‘অচিন পাখি’ নামটি রেখেছে রেহানা ॥ শেখ হাসিনা

প্রকাশিত: ০০:৪১, ২৮ ডিসেম্বর ২০১৯

বিমানের ‘অচিন পাখি’ নামটি রেখেছে রেহানা ॥ শেখ হাসিনা

অনলাইন রিপোর্টার ॥ রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর কুর্মিটোলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বিমানের ‘অচিন পাখি’ নামটি রেখেছেন প্রধানমন্ত্রীর ছোট বোন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্যাধুনিক ১২টি বিমান কেনা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ফিরে আসতে না পারায় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আসা আমাদের নিষিদ্ধ ছিল। রেহানার তো পাসপার্টটাই রিনিউ করতে দেয়নি। ছয় বছর পর আমি দেশে আসি। তিনি বাংলাদেশে বিমান ও বিমানবন্দরের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। ভাষণ শেষ করার সময় প্রধানমন্ত্রী বলেন, ভালো থাকুক আমার সোনার তরী ও অচিন পাখি। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণি ২১টি ও ইকোনমি শ্রেণি ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সোনার তরী’ এবং গত ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে অবতরণ করে ‘অচিন পাখি’। উড়োজাহাজ দুটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৮টি। উল্লেখ্য, ইংল্যান্ডের রাজধানী লন্ডনের হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে চলাচল করবে নতুন এ দুটি উড়োজাহাজ।
×