ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ জামালকে বিদায় করে শেষ আটে সাইফ

প্রকাশিত: ১০:৪০, ২৮ ডিসেম্বর ২০১৯

  শেখ জামালকে বিদায় করে শেষ আটে সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ নির্লজ্জ ব্যর্থতার স্বাক্ষর রাখল শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ৩-১ গোলে হার মানে জামাল। যে কারণে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন দলের মধ্যে সবার তলানিতে জায়গা হয় শেখ জামালের। আর একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে জামাল ভুঁইয়ার সাইফ স্পোর্টিং। দুই ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটের টিকেট কেটেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ১৯ ডিসেম্বর সাইফ ও রহমতগঞ্জের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর ২২ ডিসেম্বর রহমতগঞ্জ ও শেখ জামালের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থেকেছিল। শেখ জামাল বিদায় নিলেও ম্যাচের শুরুটা অন্য চিত্রেরই আভাস দিয়েছিল। নবম মিনিটে ওমর জোবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। কিন্তু ১৪ মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে সমতা ফেরায় সাইফ। নাটকীয় ম্যাচের ৮৫ মিনিটে জহঙ্গির ইরগাসেভের পেনাল্টি গোলে প্রথমবার লিড নেয় বিজয়ী দল। ম্যাচ শেষের শেষ সেকেন্ডে (৯০+৫ মিনিট) মুরোলিম আকমেদভের গোলে দারুণ জয় নিশ্চিত হয় সাইফের। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজে যায় শেখ জামালের।
×