ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রক ফেস্টে দশ ব্যান্ডের পরিবেশনায় মুগ্ধ দর্শক

প্রকাশিত: ১০:৩১, ২৮ ডিসেম্বর ২০১৯

  রক ফেস্টে দশ ব্যান্ডের পরিবেশনায় মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনে শেষ হলো রক ফেস্ট ২০১৯। শুক্রবার বিকেলে দেশের স্বনামধন্য দশটি ব্যান্ডের পরিবেশনায় মুগ্ধ বসুন্ধরার আইসিসিবির এক্সপো জোনের দর্শক-শ্রোতা। এ বছরের শেষ বড় কনসার্টের লাইন আপে ছিল নেমেসিস, আর্বোভাইরাস, এভয়েড রাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন, সিন ও ব্যান্ডদল অর্ণব এ্যান্ড ফ্রেন্ডস। এ প্রজন্মের যারা রক গান পছন্দ করেন, তাদের উল্লাসে জমজমাট ছিল রক ফেস্ট অঙ্গন। এদিন দুপুরের পর থেকেই বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল আইসিসিবির এক্সপো জোন। তরুণদের উচ্ছ্বাস পুরো অনুষ্ঠানে এক অন্য রকম মাত্রা যোগ করেছে। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অর্ণব এ্যান্ড ফ্রেন্ডস। অনেকদিন পর কনসার্টে পারফর্ম করলেন অর্ণব। তোমার জন্য, সোনাদিয়া, আধ খানা দুঃখ, সে যে বসে’সহ শ্রোতাপ্রিয় সব গান উপহার দেন তিনি। সঙ্গে পান্থ কানাইও একটি গান পরিবেশন করেন। এর পরপরই মঞ্চ মাতাতে এসেছিলেন জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল। বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যালের আয়োজনে ছিল গান-বাংলা টিভি, বাংলালিংক এবং স্কাই ট্র্যাকার লি.পি আর পার্টনার হিসেবে ছিল মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।
×