ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ডাকসু’ জাতীয় প্রতিষ্ঠান ॥ মেনন

প্রকাশিত: ১০:০৫, ২৮ ডিসেম্বর ২০১৯

 ‘ডাকসু’ জাতীয় প্রতিষ্ঠান ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ‘ডাকসু’র ভিপির ওপর হামলা জাতীয় ঘটনাবলীর পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনাকে কেউ যেন পাকিস্তান আমলের এনএসএফ-এর সন্ত্রাসী ঘটনার সঙ্গে তুলনা করার সুযোগ না পায়। তিনি বলেন, ‘ডাকসু’ কেবল ছাত্রদের প্রতিষ্ঠান নয়, এটা জাতীয় প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনায় ‘ডাকসু’ নেতৃত্ব দিয়েছে। ‘ডাকসু’ সকল দল ও মতকে প্রতিনিধিত্ব করে। এই সংগঠনের দু’দশকের ওপর নির্বাচন না হওয়ায় জাতীয় রাজনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় নেতৃত্ব গঠন পিছিয়ে পড়েছে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দের সঙ্গে ‘ডাকসু’ ভিপি হিসেবে সে সময়ের অভিজ্ঞতা বর্ণনাকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সহ-সভাপতি অতুলন দাস আলো, স্কুল বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম খান, সহ-সাধারণ সম্পাদক হিসাম খান ফয়সাল প্রমুখ। রাশেদ খান মেনন বলেন, বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ‘ডাকসু’র ভিপির নেতৃত্বেই সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিশ^বিদ্যালয় ও বিভিন্ন জাতীয় ইস্যুতে সভা করতেন সিদ্ধান্ত নিতেন। সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমদ এভাবে ’৬৯-এর গণঅভ্যুত্থানকালীন সময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মুখপত্রে পরিণত হয়েছিলেন। তার নেতৃত্বেই সভাসমূহ হতো সেখানে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন উভয় গ্রুপ ও এনএসএফ-এর একাংশও যুক্ত ছিলেন। এর ব্যতিক্রম প্রথমে ঘটে ঢাকা বিশ^বিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে কুখ্যাত গবর্নর মোনেম খানের আসাকে কেন্দ্র করে ছাত্র সমাজের বিরোধিতাকে বাধা দিতে এনএসএফ-এর গুন্ডাবাহিনীর ডাকসু অফিসে অনুষ্ঠিত সর্বদলীয় ছাত্র সংগঠনের সভায় আক্রমণ করেছিল। কিন্তু ছাত্রদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এছাড়া পরবর্তীতে এ ধরনের ঘটনা দু’একবার ঘটেছে। কিন্তু ‘ডাকসু’ প্রতিষ্ঠান হিসেবে সবসময়ই সকল ছাত্রকে প্রতিনিধিত্ব করেছে। ‘ডাকসু’র মর্যাদা ক্ষুণ্ণ হোক এ ধরনের ঘটনা হোত না। মেনন ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর উপর্যুপরি হামলায় সে সব বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একেবারেই একপেশে আচরণ, মামলা-পাল্টা মামলায় দুঃখ প্রকাশ করেন।
×