ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবার মুখ রক্ষার জন্য নির্বাচনে আমরা ॥ গয়েশ্বর

প্রকাশিত: ১০:০৪, ২৮ ডিসেম্বর ২০১৯

 সবার মুখ রক্ষার জন্য নির্বাচনে আমরা ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা সত্ত্বেও ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়ে আমরা জেনেশুনে বিষ পান করছি। শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। আর বর্তমান নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের নয়, সারা দেশের মানুষেরই আস্থা নেই। তারপরও আমরা জেনেশুনে বিষ পান করছি, সবার মুখ রক্ষা করার জন্য। তিনি বলেন, নির্বাচনে গেলেও সমালোচনা হয় না গেলেও সমালোচনা হয়। সে কারণে সবাই প্রত্যক্ষ করেন, এই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি করে। একটা সময় আসবে সবাই যখন মুখ ফিরিয়ে নেবেন তখন আমরাও নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নেব এবং কোন নির্বাচনে যাব না। গয়েশ্বর বলেন, নির্বাচনে গেলে বোধহয় এবার একটু অন্যরকম হতো, জাতীয় নির্বাচনে যা হয়েছে এ নির্বাচনে হয়ত ওটা হতো না-যতক্ষণ পর্যন্ত এমন ক্ষীণ সন্দেহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচনে থাকতে হবে। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার জেদ করে জনগণের ওপর ইভিএম চাপিয়ে দিতে চাইছেন। পৃথিবীর সব জায়গা থেকে ইভিএমে সহজে কারচুপি সম্ভব বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী দেশেও ইভিএম পদ্ধতির বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে। আর আমরা ইভিএম ব্যবহার করছি। যা নিয়ে জনগণের কোন আগ্রহ নেই।
×