ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকাশিত: ০৯:৪৬, ২৮ ডিসেম্বর ২০১৯

 চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এমনিতেই কুয়াশার চাদরে ঢাকা ছিল বন্দরনগরী চট্টগ্রাম। তার ওপর শুক্রবার বন্ধের দিনে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সূত্রপাত। দিনভর অব্যাহত থেকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ধরনের বৃষ্টিপাত চলছিল। আবহাওয়া অফিস এ ধরনের পরিস্থিতি আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং শৈত্যপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করবে বলে জানিয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে। ছুটির দিনে অফিস আদালত বা প্রধান প্রধান বাণিজ্য কেন্দ্র বন্ধ থাকলেও জনসাধারণের ব্যক্তিগত বিভিন্ন কাজ থাকার সুবাদে ঘরের বাইরে যেতে হয়। কিন্তু একদিকে প্রচন্ড শীত, আরেকদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে যানবাহন চলাচলে বিঘ্নতা ঘটেছে। তবে আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক ছিল। রেল যোগাযোগেও কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।
×