ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর ভাটারায় গলাটিপে ৭ বছরের শিশুকে হত্যা

প্রকাশিত: ০৯:৪৬, ২৮ ডিসেম্বর ২০১৯

  রাজধানীর ভাটারায়  গলাটিপে ৭ বছরের  শিশুকে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় আয়শা আক্তার ইয়াসফা (৭) নামে এক স্কুল পড়ুয়া শিশুকে গলাটিপে হত্যা করা হয়েছে। ২৪ ঘণ্টা পরও পুলিশ হত্যার সঙ্গে জড়িত এনামুলকে (১৫) গ্রেফতার করতে পারেনি। এদিকে শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় শিশুটির ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী ডাঃ সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, শিশু আয়শাকে গলাটিপে হত্যা করা হয়েছে। তিনি জানান, শিশুটির হাত বাঁধা ছিল, এমন চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গলায় নখের চিহ্ন পাওয়া গেছে। মুখেও আঘাত রয়েছে। একইসঙ্গে শিশুটির মুখে কাপড় জাতীয় কিছু একটা ঢোকানো হয়েছিল। এক কথায় শিশুটিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা? তা জানার জন্য হাই ভ্যাজাইনাল সপ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। এই রিপোর্ট আসলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়া হবে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহত শিশু আয়শার বাবা ইয়াসিন মুন্সী আরেক ভাড়াটিয়ার ছেলে এনামুলের (১৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। আসামি এনামুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিশু আয়শা নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারার বারবিঘা এলাকায় নিজ বাড়ির পাশের ভাড়াটিয়াদের একটি ঘরের খাটের নিচ থেকে কাপড় দিয়ে হাত ও গলা বাঁধা এবং মুখে কাপড় ঢোকানো অবস্থায় আয়শার লাশ উদ্ধার করা হয়। নিহত আয়েশার বাবা ইয়াসিন মুন্সী বলেন, আমি খবর পেয়ে ছুটে গিয়ে আয়েশাকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।
×