ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ

প্রকাশিত: ০৯:১৯, ২৮ ডিসেম্বর ২০১৯

  হত্যা মামলা দিয়ে  হয়রানির  প্রতিবাদ

সংবাদদাতা, মঠবাড়িয়া, ২৭ ডিসেম্বর ॥ মঠবাড়িয়ায় মা আম্বিয়া খাতুনকে (৬৫) হত্যার দায় এড়াতে দুই ভাই ও গ্রামবাসীসহ ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ উঠেছে বড় ছেলে জলিল তালুকদারের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে ওই মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার দুপুরে উপজেলার জানখালী গ্রামের তালুকদার বাড়ির সম্মুখ সড়কে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, নিহত আম্বিয়া খাতুনের স্বামী ও অভিযুক্ত জলিল তালুকদারের পিতা হেমায়েত তালুকদার, নাসিমা বেগম, তাছলিমা বেগম, সুফিয়া বেগম, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম তালুকদার, জানখালী বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মোঃ ইউনুস হাওলাদার প্রমুখ। উল্লেখ্য, গত ২ নবেম্বর সুপারি পাড়া নিয়ে নিহত মা আম্বিয়া খাতুনের সঙ্গে তার বড় ছেলে জলিল ও তার স্ত্রী মাহমুদা বেগম এবং তাদের সন্তানদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তারা ওই বৃদ্ধা নিহত আম্বিয়াকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আম্বিয়া খাতুন মারা যায়।
×