ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় স্কুলের ১১৬ বছর পূর্তি

প্রকাশিত: ০৯:১৬, ২৮ ডিসেম্বর ২০১৯

 মাগুরায় স্কুলের  ১১৬ বছর  পূর্তি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ ডিসেম্বর ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুক্রবার মাগুরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় চত্বরে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুল থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সমগ্র শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বর্তমান প্রাক্তন মিলিয়ে কয়েক হাজার ছাত্রী অংশ নেন। সকাল ১০টায় আনন্দ র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আল। উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী কাজী রওশন আক্তার, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দার, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী ও অদিতি রহমান তৃষ্ণা।
×