ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ০৯:১৬, ২৮ ডিসেম্বর ২০১৯

 ঝিনাইদহে ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ ডিসেম্বর ॥ ঝিনাইদহে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী সরকারী কেসি কলেজে এ ক্যাম্পের আয়োজন করে ঢাকার ঝিনাইদহ অফিসার্স ফোরাম। ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, সরকারী স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। সম্পদের অভাব নেই, শুধু প্রয়োজন উদ্যোগ ও আন্তরিকতার। সরকারী কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডাঃ প্রফেসর অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতনা, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, উপ-সচিব মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু. অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি। পরে দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬৫ বিশেষজ্ঞ ডাক্তারসহ ১শ’ ৫৫ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
×