ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওরা এখন স্কুলে পড়ার স্বপ্ন দেখছে

প্রকাশিত: ০৯:১৩, ২৮ ডিসেম্বর ২০১৯

ওরা এখন স্কুলে পড়ার স্বপ্ন দেখছে

ওরা এখন লেখাপড়া করবে। শিক্ষার আলোয় আলোকিত হবে। এই স্বপ্নে বিভোর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার লংলিয়াছড়া গ্রামবাসী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে বিশাল একটি অংশ পাহাড় বেষ্টিত। আর সেই সব জনপদে এখনও রয়েছে রাস্তাঘাটের সমস্যা। আর গ্রামের আশপাশে কোন বিদ্যালয় না থাকায় এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারইে দূরের স্কুলেও লেখাপড়া করানো ছিল খুব কষ্টসাধ্য। তাই ওই গ্রামের অধিকাংশ শিশু কিশোরই শিক্ষার আলো বঞ্চিত। এই অবস্থায় এ সকল শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে সেতুবন্ধন হোয়াসআপ গ্রুপের অর্থায়নে চালু করা হচ্ছে লাইংলাছড়া সেতুবন্ধন বে. সরকারী প্রাথমিক বিদ্যালয়। -চৌধুরী নীহারেন্দু হোম, শ্রীমঙ্গল থেকে
×