ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০ বছর ধরে নির্বাচন হচ্ছে না পার্বত্য তিন জেলা পরিষদে

প্রকাশিত: ০৯:০৮, ২৮ ডিসেম্বর ২০১৯

৩০ বছর ধরে নির্বাচন হচ্ছে না পার্বত্য তিন জেলা পরিষদে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৩০ বছর ধরে নির্বাচন হচ্ছে না পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে। পৃথক ভোটার তালিকা প্রণয়নের দাবিতে পাহাড়ী আঞ্চলিক সংগঠনগুলোর অনড় অবস্থানে আটকে আছে নির্বাচন। অন্তর্র্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিয়ে সরকার পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম পরিচালনা করছে। তবে অনির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতার সুযোগ না থাকায় মিলছে না কাক্সিক্ষত সুফল। প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা কাঠামোয় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে মাত্র একবারই নির্বাচন হয় ১৯৮৯ সালে। ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর পরিবর্তন হয়ে পার্বত্য জেলা পরিষদ হলেও আর কোন নির্বাচন হয়নি। এই নির্বাচন না হওয়ার অন্যতম কারণ ভোটার তালিকা। আঞ্চলিক সংগঠনগুলোর দাবি, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের আলাদা ভোটার তালিকা ছাড়া নির্বাচন হলে তা হবে শান্তি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের সদস্য সন্তোষিত চাকমা বকুল বলেন, যারা জেলা পরিষদে নির্বাচিত হবেন তারা সবাই মিলেই আঞ্চলিক পরিষদ গঠন করবেন। নির্বাচন না হওয়ায় জেলা পরিষদগুলো সব ক্ষমতাসীন দলের নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ নাগরিক সমাজের। যদিও তা মানতে নারাজ বর্তমান মনোনীত প্রতিনিধিরা। খাগড়াছড়ি সুজনের সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মদ বলেন, সব সরকারের আমলেই পছন্দের লোকজন দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। এমনটা হওয়ায় জবাবদিহিতার সঙ্কট তৈরি হয়। খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, একই ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠান করা গেলে সত্যিকার অর্থে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর বলেন, নির্বাচন দিতে সরকার প্রস্তুত রয়েছে। তবে অচলাবস্থার জন্য আঞ্চলিক পরিষদের অনীহা দায়ী বলে মন্তব্য করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী।
×