ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের তির্যক নাট্যমেলায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’

প্রকাশিত: ০৯:০০, ২৮ ডিসেম্বর ২০১৯

চট্টগ্রামের তির্যক নাট্যমেলায় ‘আষাঢ়স্য প্রথম  দিবসে’

সংস্কৃতি ডেস্ক ॥ চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের তির্যক নাট্যমেলায় আজ শনিবার থিয়েটার ফ্যাক্টরির সাড়া জাগানো প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকের মঞ্চায়ন হবে। আদিকবি কালিদাসকে অবলম্বন করে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকটি রচিত হয়েছে। নাটকটি হিন্দি ভাষায় রচনা করেছেন মোহন রাকেশ। বাংলা অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। থিয়েটার ফ্যাক্টরির জন্য নাটকটি নির্দেশনা দিয়েছেন অলোক বসু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, সুরভী রায়, হাসানুজ্জামান খান, আর কে এম মোহ্সেন, মিশাল সমাপ্ত, অলোক বসু, শারমীন মাসরুরা খানম প্রমুখ। ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকে আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দিন কবির। সঙ্গীত, পোশাক ও দ্রব্যসামগ্রী পরিকল্পনা করেছেন যথাক্রমে রামিজ রাজু, মহসিনা আক্তার ও শামসুন নাহার বিউটি। কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ। নাটকে কবি কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব বিধৃত হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব এবং শেষমেষ সবকিছু ছেড়ে কবিতার কাছে ফিরে আসার গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে। প্রেম ও প্রকৃতি কী চমৎকারভাবে কবি কালিদাসের সৃজনশীলতাকে উসকে দিয়েছে তারই এক অনুপম আখ্যান ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। এ নাটকের কেন্দ্রে আছে মল্লিকা নামের এক নারী। যার ভালবাসা-অনুপ্রেরণা-ত্যাগে কালিদাস বিকশিত হতে পেরেছিলেন। পেয়েছিলেন যশ-খ্যাতি ও ক্ষমতা। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, কবিতার কাছেই কালিদাসের নিজেকে উৎসর্গ করার আগ্রহ তা এ নাটকে অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে। ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নাটকে কবি কালিদাসকে দেখা যাবে এক ভিন্ন আলোয়। আর সেই আলোক বর্তিকাটি বয়ে বেড়ায় মল্লিকা। এটি কালিদাসের জীবনীনাট্য নয় বরং কালিদাস আর মল্লিকার প্রেমে উত্তাপ-অনুতাপ, অপেক্ষা-উপেক্ষার আখ্যান। এদিকে তির্যকের নাট্যমেলায় অংশগ্রহণ উপলক্ষে থিয়েটার ফ্যাক্টরির প্রধান কারিগর এবং নির্দেশক অলোক বসু বলেন, ২০১৯ সাল ছিল আমাদের মঞ্চনাটকের জন্য সুফলা একটি বছর। এ বছর যেমন অনেক ভাল নাটক এসেছে মঞ্চে, তেমনি বেশকিছু ব্যতিক্রমধর্মী নাটকের উৎসব হয়েছে। বছরের সর্বশেষ নাটকের উৎসবটি হতে যাচ্ছে তির্যকের আয়োজনে চট্টগ্রামে। তির্যকের নাট্যমেলা ২০১৯-এর আয়োজনটি ভিন্ন ধরনের। তাদের ৪৬ বছরে পথচলা উপলক্ষে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যজনদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এ উৎসব। এই নাট্যমেলায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে আমরা ধন্য মনে করছি। ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ নিয়ে চট্টগ্রামের বিগদ্ধ দর্শকদের সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে আমরা বেশ উত্তেজনা রোধ করছি। কারণ চট্টগ্রামে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’র এটিই প্রথম শো, যদিও নাটকটি ১২তম শো এটি। আমরা আশা করি চট্টগ্রামের দর্শকদেরও আমরা মুগ্ধ করতে পারব।
×