ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ার উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি

প্রকাশিত: ০৫:১১, ২৭ ডিসেম্বর ২০১৯

  কলাপাড়ার উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ার পায়রা বন্দর, কুয়াকাটাসহ উপকূলজুড়ে বৃহস্পতিবার রাত সাড়ে আট টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কখনও আচমকা মাঝারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শুক্রবার দিনভর কুয়াশায় ঢেকে আছে জনপদ। কনকনে শীতে সন্ধ্যায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে গেছে। কুয়াকাটা সৈকতপার পর্যটকশুণ্য হয়ে যায় সন্ধ্যা না হতেই। মানুষ হয়ে পড়ছে ঘরমুখী। কৃষকরা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নিয়ে শঙ্কায় পড়েছেন। এছাড়া এখনও যাদের আমন ধান কাটা বাকি রয়েছে তারাও ধান ঝরে যাওয়ার শঙ্কায় পড়েছেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, শিশু ও বয়োবৃদ্ধ মানুুষ এখন সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন। শ্বাসজনিত কষ্ট বেড়ে যেতে পারে ঠান্ডা লাগলে। এ কারণে গরম কাপড়-চোপড় পড়ে থাকতে হবে। বৃষ্টি এবং শৈত্যপ্রবাহ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক। বেড়িবাঁধের বাইরের ঝুপড়িঘওে বসবাস করা জেলেসহ শ্রমজীবী দরিদ্র পরিবারের প্রায় সাত হাজার পরিবাওে শীতকষ্ট চরমে। এদেরকে শীত নিবারণের কাপড় (কম্বল) বিতরণ করা জরুরি বলে ভুক্তভোগীদের দাবি।
×