ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিবির কাছে আবারও ব্যাখ্যা চাইলো পাকিস্তান

প্রকাশিত: ০০:১৪, ২৭ ডিসেম্বর ২০১৯

বিসিবির কাছে আবারও ব্যাখ্যা চাইলো পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এসে পাকিস্তান সফরে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার কথা জানিয়ে দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সরাসরি বলে দিয়েছে, পাকিস্তানে গিয়ে টেস্ট খেলবে না বাংলাদেশ। সর্বোচ্চ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে তা নিয়েও একটা ‘কিন্তু’ রেখে দিয়েছেন পাপন। বিসিবি সভাপতির এই বক্তব্য প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডে জোর আলোচনা-গুঞ্জন। এরই মধ্যে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ডনের এক খবরে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবারও তাদের দেশে টেস্ট খেলতে না যাওয়ার সঠিক ব্যাখ্যা দাবি করেছে বিসিবির কাছে। পিসিবির এক সিনিয়র কর্মকর্তা দ্য ডনের কাছে বলেন, ‘আইসিসি নির্ধারিত ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) মোতাবেকই এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এখন আইসিসির এই নির্দেশনা পালনে বাংলাদেশের সামনে সত্যিকারার্থেই কি কি বাধা রয়েছে, বিসিবির কাছে সেগুলোই জানতে চেয়েছে পিসিবি।’ এফটিফি নির্ধারিত এই সিরিজের ব্যাপারে ২০১৮ সালের ডিসেম্বর থেকেই বিসিবিকে বারবার বলে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, চলতি বছরের ২১ অক্টোবর পিসিবি আনুষ্ঠানিকভাবে চিঠি লেখে বিসিবির কাছে। যেন বিসিবি সিরিজ সম্পর্কে একটা খসড়া সূচির কথা জানায় তাদেরকে। বিসিবি সেই চিঠির জবাব দিয়েছে ডিসেম্বরে এসে। পিসিবি ই-মেইলের মাধ্যমে যে চিঠি বিসিবির কাছে বৃহস্পতিবার পাঠিয়েছে, সেটা হাতে পেয়েছে পাকিস্তানি মিডিয়া। যেখানে শ্রীলঙ্কার সম্প্রতি পাকিস্তান সফরের কথা লেখা হয়েছে। পিসিবি লিখেছে, ‘কোনো সমস্যা ছাড়াই দুইবারে পাকিস্তান সফর করে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই দুই বারে মোট ৩৪ দিন তারা পাকিস্তানে অবস্থান করেছে। দু’বারই ছিল ১৭ দিনের করে সফর। এর মধ্যে সেপ্টেম্বর/অক্টোবরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে তারা। টেস্ট সিরিজ খেলেছে ডিসেম্বরে। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে করাচিতে এবং টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে লাহোরে। এরপর চলতি ম্যাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডি এবং করাচিতে।’
×