ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মৌলবাদী অপপ্রচার

প্রকাশিত: ১২:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৯

 ঢাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে   মৌলবাদী  অপপ্রচার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসসহ ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে সরকার বিরোধীরা। যাদের সঙ্গী হয়েছে শিবিরসহ উগ্র মৌলবাদী গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভুঁইফোঁড় অনলাইনে সনজিত চন্দ্র দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ছাড়াও নানা অপপ্রচার চালাচ্ছে ঢাবি ক্যাম্পাসে সক্রিয় মৌলবাদী গোষ্ঠীটি। ডাকসুর ভিপি নূর ইতোমধ্যেই ইসকনকে সম্পৃক্ত করে সনজিত চন্দ্র দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েছেন। এরই মধ্যে রামদা হাতে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বৃহস্পতিবার এমন একটি বিকৃত ছবি ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অথচ সনজিতের ছবিটি এডিট করে বসানো হয়েছে। সনজিতের ছাতা হাতে ধরে রাখা একটি ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে সেখানে রামদা জুড়ে দেয়া হয়েছে। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে বাগযুদ্ধ। আসল ছবিটি ফেসবুকে থাকায় সহজেই ধরা পড়ছেন অপরাধীদের চেহারা। মোঃ রেজাউল হক নামে একজন ফেসবুকে সনজিত এবং আবেক ছাত্র সিফাতের ছবি পোস্ট করে লিখেছেন, দুইটা ছবিই মিথ্যাচারের। একজন সবজি কেটেছে, আর সনজিতের হাতে ছিল ছাতা। এই প্রজন্ম ঠিক মিথ্যাচারের মধ্য দিয়েই রাজনৈতিক চর্চা করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই প্রজন্ম নিয়েই আমরা সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নে বিভোর! এই বিদ্বেষ আর রেষারেষির রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে না আসলে আগামী প্রজন্ম আর আগামীকাল আমাদের জন্য অনেক বিভীষিকাময় হবে।
×