ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ পদ এখনও শূন্য ॥ বাদ পড়লেন মন্ত্রিসভার ৯ সদস্য

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নতুন মুখ ১৬

প্রকাশিত: ১২:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নতুন মুখ ১৬

বিশেষ প্রতিনিধি ॥ বড় পদগুলোতে তেমন চমক না থাকলেও ফাঁকা পদ পূরণ করতে গিয়ে অনেকটাই চমক এনেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সরকার থেকে দলকে আলাদা করার মানসে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে বাদ দেয়া হলো বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা ৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে এসেছে ১৬ নতুন মুখ। সদস্যপদে নারী সদস্য সংখ্যা কিছুটা বেড়েছে। জাতীয় কাউন্সিলের পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে সাতটি পদ শূন্য রেখে অবশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ৮১ সদস্যের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ জনের নাম ঘোষণা করা হলো। এখন পর্যন্ত নতুন মুখ ১৬ জন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয়ে ফাঁকা থাকা ৩৯টি পদের মধ্যে ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নতুন মুখ ১৬ জন। এর আগে ২১ নবেম্বর আংশিক কমিটি ঘোষণাকালে নতুন মুখ ছিল দুইজন। তবে এখনও দলের কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং তিনজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিলিয়ে মোট ৭ জনের নাম ঘোষণা বাকি আছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে নতুন করে স্থান পাওয়া কেন্দ্রীয় ৩২ নেতার নাম ঘোষণা করেন। এতে বিদায়ী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন পদোন্নতি পেয়ে নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সিলেটের আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেলও হয়েছেন সাংগঠনিক সম্পাদক। তিনি কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ। দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ওয়াসিকা আয়েশা খানকে। ওবায়দুল কাদের বলেন, দলের তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. সেলিম মাহমুদ এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের পুনর্বার দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান সিরাজ। ড. সেলিম মাহমুদও কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ। এছাড়া উপ-দফতর সম্পাদক হয়েছেন নতুন মুখ সায়েম খান। তবে উপ-প্রচার সম্পাদক পদে আগের কমিটির একই দায়িত্বে থাকা আমিনুল ইসলাম বহাল রয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের মধ্যে ২৫ জনের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- আবুল হাসনাত আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, এ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন আহমেদ কামরান, দীপংকর তালুকদার, এ্যাডভোকেট আমিনুল ইসলাম মিলন, আখতার জাহান, ডাঃ মুশফিক, এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভেজ জামান, হুসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা খাতুন, এ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, হাসান আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা। গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলের কাউন্সিলররা। এ নিয়ে টানা নবমবারের মতো সভানেত্রী নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ৩৮ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনা এবার নতুন কারও হাতে নেতৃত্ব তুলে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করলেও কাউন্সিলে উপস্থিত নবীন-প্রবীণ নেতারা অনড় অবস্থান নিয়ে দলের ‘চাবির গোছা’ তাঁর হাতেই অর্পণ করেন। অন্যদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়। সে হিসাবে ৩৯ জনের নাম ঘোষণা বাকি ছিল। বৃহস্পতিবার এই ৩৯ জনের নাম ঘোষণার কথা থাকলেও ৩২ জনের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলে দলের কেন্দ্রীয় কমিটির বেশকিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা রয়েছেন, এসব অঞ্চলের প্রতি সুবিচার করার বিষয় আছে। এসব বিবেচনায় ৩২ জনের নাম ঘোষণা করা হচ্ছে। বাদ পড়লেন ৯ মন্ত্রিসভার সদস্য এদিকে সরকার থেকে দলকে যতটুকু সম্ভব আলাদা করার অংশ হিসেবে তিন মন্ত্রী, চার প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রীকে ঘোষিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে রাখা হয়নি। বাদ পড়া মন্ত্রিসভার সদস্যরা হলেন- বিদায়ী কমিটির কার্যনির্বাহী সংসদের সদস্য শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিদায়ী কমিটির অর্থ সম্পাদক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদায়ী কমিটির আইন বিষয়ক সম্পাদক গণপূর্তমন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মন্ত্রিসভার সদস্য ছাড়াও বিদায়ী কমিটিতে থাকা আওয়ামী লীগ নেতা রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, এইচ এন আশিকুর রহমান এমপি, সিমিন হোসেন রিমি এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, সাবেক ডাকসু ভিপি আকতারুজ্জামান, পারভিন জামান কল্পনাসহ কয়েকজন। তবে বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আখম জাহাঙ্গীর আবারও ফিরে এসেছেন কেন্দ্রীয় কমিটিতে। আখতার জাহান, ডাঃ মুশফিক, হাসান আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, এ্যাডভোকেট সানজিদ খানম, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি এরা সবাই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন মুখ। নির্বাচন কমিশনের বেঁধে নিয়ম ৩৩ ভাগ নারী কোটা পূরণ করতেই এবার কেন্দ্রীয় কমিটিতে অধিক সংখ্যক নারী সদস্যকে আনা হয়েছে। রইল বাকি সাত গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪২ জনের নাম ঘোষণা করা হয়। সে হিসাবে ৩৯ জনের নাম ঘোষণা বাকি ছিল। বৃহস্পতিবার এই ৩৯ জনের নাম ঘোষণার কথা থাকলেও ৩২ জনের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখনও দলের কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ধর্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং তিন জন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা বাকি আছে। আগামী ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করার আগেই এই সাতটি পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ার যৌথসভা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর সদস্যদের প্রথম বৈঠক শেষে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ৩ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। ওইদিন সেখানেই দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে। তবে বৃহস্পতিবার রাতে ব্রিফিংকালে কাদের জানান, বিরূপ আবহওয়ার কারণে যৌথসভাটি টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে না। তবে সভার তারিখ ঠিক থাকছে। ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই যৌথসভা। এদিকে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় আওয়ামী লীগ নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে পৌঁছানোর পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। ঐদিন বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশে রওনা হবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি উল্লেখিত কর্মসূচীতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
×