ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নূসরাত জাহান রাফি

প্রকাশিত: ১২:২৯, ২৭ ডিসেম্বর ২০১৯

নূসরাত জাহান রাফি

নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি ঘটে যাওয়া সহিংসতার সামগ্রিক চিত্র পুরো বছরটাকে করে তুলেছে লোমহর্ষক। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে নুসরাত জাহান রাফি শ্লীলতাহানির অভিযোগ আনলে তার মা শিরিনা আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় যৌন হয়রানির মামলা করেন। সেই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে মামলা তুলে নিতে নুসরাত এবং তার পরিবারের ওপর নানাভাবে চাপ আসতে থাকে। ৬ এপ্রিল নুসরাত, মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে তাকে কৌশলে মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। পরদিন নুসরাত ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসকদের কাছে দেয়া জবানবন্দীতে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগ করেন। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দেশের ইতিহাসে বিচার প্রক্রিয়ার মাত্র ৬১ কার্যদিবসের মধ্যে গেল ২৪ অক্টোবরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আলোচিত নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করে।
×