ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও রবসনের অস্ত্রোপচার

প্রকাশিত: ১২:০০, ২৭ ডিসেম্বর ২০১৯

আবারও রবসনের অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো হিপ সার্জারি করতে যাচ্ছেন গ্রেট ব্রিটেনের সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা লারা রবসন। মূলত চিরতরে ব্যথামুক্ত হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ২৫ বছর বয়সী রবসন নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আবারও হিপ সার্জারির জন্য এই সপ্তাহে একটি সিদ্ধান্তে পৌঁছেছি।’ ২০১৮ সালের জুনে প্রথম হিপ সার্জারি করিয়েছিলেন লারা রবসন। চলতি বছরের ফ্রেবুয়ারিতে সুস্থ হয়ে কোর্টে ফিরেছিলেন তিনি। কিন্তু খুব বেশিদিন কোর্টের লড়াইয়ে দেখা যায়নি তাকে। এপ্রিলের পর আর কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেই অংশগ্রহণ করেননি রবসন। এর আগে ২০১৪ সালেও কব্জির অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। যে কারণে দীর্ঘ ১৭ মাস কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন লারা রবসন। তবে দ্বিতীয়বার হিপ সার্জারির পর টেনিস কোর্টে ফিরে নিজের সেরাটা ঢেলে দিতে দারুণ আশাবাদী রবসন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্রোপচার করে খুব দ্রুতই টেনিস কোর্টে ফিরতে চাই আমি।’ ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা লারা রবসন ২০১৩ সালে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন। সেবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকেট কেটেছিলেন তিনি। একই বছরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে জায়গা করে নিয়েছিলেন রবসন। কিন্তু দুর্ভাগ্য তার। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি গ্রেট ব্রিটেনের এই প্রতিনিধি। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন মৌসুম। ২০২০ সালেও বিশ্ব টেনিসে দেখা যাবে তারুণ্য আর অভিজ্ঞদের দাপট। এ বছরে চার গ্র্যান্ডস্লামের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ খেলোয়াড়। তারা হলেন জাপানের নাওমি ওসাকা, অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি এবং কানাডার বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এছাড়া উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। নতুন মৌসুমেও তার দিকে আলাদা করে নজর থাকবে টেনিসপ্রেমীদের। তবে মৌসুমের শুরুতেই একটা দুঃসংবাদ শুনতে হচ্ছে তার ভক্ত-অনুরাগীদের। হাঁটুর ইনজুরির কারণে নতুন বছরে কোর্টে নামতে বিলম্ব হবে তার।
×