ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণ ক্রিকেটারদের দারুণ ভবিষ্যত দেখছে বিসিবি

প্রকাশিত: ১১:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৯

তরুণ ক্রিকেটারদের দারুণ ভবিষ্যত দেখছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। এর মধ্যে ২২ বছর বয়সী তরুণ পেসার মেহেদী হাসান রানা, ১৯ বছর বয়সী মুকিদুল ইসলাম মুগ্ধ ও ২০ বছর বয়সী হাসান মাহমুদ আলো ছড়িয়ে যাচ্ছেন শুরু থেকেই। আর গত কয়েক ম্যাচে বিস্ময় ছড়িয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান। একাধারে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টানা দুই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। তাদের জাতীয় দলের ক্যাম্পে নিয়ে পরখ করে দেখার পরিকল্পনা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আর অনুর্ধ-১৯ ক্রিকেট দলের সাম্প্রতিক নৈপুণ্য দেশের ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যত বলেই দাবি তার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ জাতীয় দল দেশের মাটিতে দুর্দান্ত। দেশের মাটিতে প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশ দল ইতোমধ্যেই নিজেদের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে পরাস্ত করেছে এবং নিয়মিতই ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলগুলোকে হারিয়ে যাচ্ছে। তবে দেশের বাইরে সাফল্যের হার অনেকটাই কম। কিন্তু ভবিষ্যত প্রজন্মকে নিয়ে দারুণ ভবিষ্যত দেখতে পাচ্ছেন বিসিবি সভাপতি পাপন। কারণ বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল দেশে ও দেশের বাইরে সমানতালে দুর্দান্ত খেলছে। দেশের বাইরেও ভবিষ্যতে ভাল কিছুর সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকায় আগামী মাসে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে দারুণ সুসংহত একটি অনুর্ধ-১৯ দল। তাদের নিয়ে পাপন বলেন, ‘গত চার পাঁচ বছরে যা সফলতা এসেছে সেটা যদি আপনারা দেখেন এর বেশিরভাগই কিন্তু দেশে। এখন তো বেশিরভাগ খেলাই হচ্ছে বাইরে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। যেখানে আমাদের পারফর্মেন্স সবচেয়ে খারাপ হয় বাইরে গেলে। আমি একটা জিনিস নিয়ে বড় আশাবাদী যে এই জায়গাটা বদলাবে এবং বদলাচ্ছে। আমাদের অনুর্ধ-১৯ দল যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এর আগে আমরা যতগুলো দল পাঠিয়েছি, প্রস্তুতির বিচারে এরচেয়ে ভাল দল আগে পাঠাতে পারিনি আমরা। ওদের বিদেশে অনেক অভিজ্ঞতা আছে। ওরা ইংল্যান্ডে তাদের বিপক্ষে ২-০তে জিতেছে, নিউজিল্যান্ডে ৪-১ এ জিতেছে। ওইসব কন্ডিশনে ওরা খেলেছে। এইদিক দিয়ে যদি আমরা বলি ওরা ভাল করছে। আপনারা দেখেন আগে শুধু জাতীয় দল পাঠানো হতো বাইরের খেলায় বা এসব খেলায় সুযোগ দেয়া হতো। এখন আমরা ইমার্জিং, অনুর্ধ-১৯ বা ‘এ’ দল পাঠাচ্ছি। এগুলো করার একটা কারণ ওদের ওই সব কন্ডিশন বুঝতে দেয়া এবং সেটার সঙ্গে খাপ খাইয়ে নেয়া। সেদিক দিয়ে চিন্তা করলে ভবিষ্যত ভাল।’ এবার বঙ্গবন্ধু বিপিএলে বেশ কয়েকজন তরুণ নজর কেড়েছেন। তাদের দেখেও অভিভূত পাপন। মেহেদী হাসান, মেহেদী রানা, মুকিদুল ও হাসানরা সবাইকে মুগ্ধ করেছেন। তাদের নিয়েও পরিকল্পনার কথা জানালেন পাপন, ‘আমার দৃঢ় বিশ্বাস দক্ষিণ আফ্রিকাতেও ওরা (অনুর্ধ-১৯) ভাল করবে ওদের এই ক্ষমতা আছে। কয়েকটা ছেলে তো অসাধারণ খেলা খেলছে এবং অনেক বেশি প্রতিভাধর। এই বিপিএলে আমাদের অন্যতম একটা কারণ ছিল একটা জিনিস দেখার যে নতুন ছেলেদের সুযোগ করে দেয়া। আমি যেটা এখন পর্যন্ত জানি যে ৪-৫ জন ক্রিকেটার আমাদের নজরে এসেছে। যে জিনিসটা আমরা ঠিক করেছি কোচ আসার পরে। মানে এটা নিয়ে তো আলাদা করে এইচপি বা অন্য জায়গায় দিয়ে তো লাভ নেই। ওদের জাতীয় দলের মধ্যে ক্যাম্পে ডেকে দেখা লাগবে, রাখতে হবে এবং রেখে কিভাবে উন্নত করে গড়া যায় সেটা আমরা পরিকল্পনা করব।’
×