ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪২, ২৭ ডিসেম্বর ২০১৯

প্রতিবাদ

‘নোয়াখালী জেলা সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবি’ শিরোনামে জনকণ্ঠে গত মঙ্গলবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক। প্রতিবাদে তিনি বলেন, ‘আজীবন সদস্য সমন্বয় কমিটি’র নামে সংবাদ সম্মেলন করে যেসব তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয়। সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে এবং পদ লাভের আশায় তারা এই সংবাদ সম্মেলন করেছেন। ১১৪ বছরের ঐতিহ্যবাহী সমিতি নোয়াখালীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০১৫ সালে অনুষ্ঠিত নোয়াখালী উৎসবে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। সমিতির উদ্যোগে ইফতার পার্টিসহ নানা অনুষ্ঠান করা হয় সদস্যদের অনুদানে। এতে চাঁদাবাজির কোন সযোগ নেই। সমিতির আজীবন সদস্যের সংখ্যা প্রায় ১৮শ’। এর মধ্যে স্পীকার শিরীন শারমীন চৌধুরী, সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরসহ গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন। আজীবন সদস্য সমন্বয় কমিটির নামে কয়েক ব্যক্তি সমিতির ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এসব অপপ্রচার চালাচ্ছেন।
×