ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদেশী মদ, বিয়ার ও গাঁজা উদ্ধার

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১১:১৭, ২৭ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে বিপুল মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে বিমানবন্দর এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন (৩৯) ও রাসেল হোসেন (২৮)। র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মোঃ কামরুজ্জামান জানান, ভোরের দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে দুই জিপ গাড়ি তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৪২৬ বোতল বিদেশী মদ এবং ৪ হাজার ৫৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। সেখান থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি জীপ জব্দ করা হয়। এএসপি মোঃ কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা মাদকদ্রব্যের চালানগুলো বিভিন্ন পরিবহনে করে রাজধানীসহ দেশের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে বুধবার গভীররাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে প্রাইভেটকার ভর্তি ৭৪ কেজি গাঁজাসহ মানিক মিয়া (৩২) ও ফারুক মিয়া (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়। ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, বুধবার গভীররাতে গোপন সংবাদ পান একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় আনা হচ্ছে। এমন সংবাদে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থান ও নজরদারি বৃদ্ধি করা হয়। সরকারী প্রিন্টিং প্রেসের সামনে অবস্থানকালে একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে আটকানো পর তল্লাশি করা হয়। গাড়ির ব্যাক ঢাকনায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৭৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মানিক ও ফারুককে গ্রেফতার করা হয়। এডিসি রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন বর্ডার এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করতেন। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×