ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ১১:১৬, ২৭ ডিসেম্বর ২০১৯

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ শীত মোটামুটি কামড়ে ধরেছে। শহর ঢাকার বড়লোকদের জন্য এটা, না, কোন খবর নয়। এ অংশটির কাছে শীত যা, গ্রীষ্মও তা। শীতাতপ নিয়ন্ত্রণের সব ব্যবস্থা তাদের আছে। কিন্তু সুরম্য অট্টালিকার ঠিক নিচে যারা, যারা ফুটপাথে বিছানা পেতেছেন তাদের দুর্ভোগের কোন শেষ নেই। আহারে জীবন! আসা যাওয়ার পথে হতভাগ্যদের দিকে একবার তাকালে মানবিক মানুষের মন দুমড়ে মুচড়ে যায়। ঢাকার সেই মানবিক মানুষদের একটি চমৎকার উদ্যোগের কথা আজ এখানে তুলে ধরা যাক। উদ্যোগটির নাম ‘মানবতার দেয়াল।’ একটু খেয়াল করলে যে কারও চোখে পড়বে। শহরের বিভিন্ন অলিতে গলিতে প্রবেশের মুখে, প্রধান সড়কের পাশে বিশেষ এ দেয়াল গড়ে নেয়া হয়েছে। ইট সিমেন্টের দেয়ালকে আশ্রয় করে মানবিক উদ্যোগ। রাস্তার ধারের একটি দেয়াল বেছে নিয়ে সেখানে পোশাক ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যে পোশাকটি আর পরা হবে না সেটি অনেকে নীরবে এখানে এসে দিয়ে যাচ্ছেন। যার প্রয়োজন সে বা তিনি সংগ্রহ করছেন একই দেয়াল থেকে। এ বিনিময়ের জন্য কোন অর্থের প্রয়োজন পড়ছে না। কে দান করল বা কে তা গ্রহণ করল, সেটিও মুখ্য নয়। মানুষের কথা আরেক মানুষ ভাবছে, মানুষ হয়ে দাঁড়াচ্ছে আরেক মানুষের পাশে, এটাই বড় কথা। বিশেষ করে তীব্র শীতের কালে ‘মানবতার দেয়াল’ অসাধারণ ভূমিকা রেখে চলেছে। লালমাটিয়া, মোহাম্মদপুর, মনিপুরীপাড়া, মিরপুরসহ কয়েকটি এলাকার দেয়ালে এখন শীতের পোশাক। গত কয়েকদিন দেয়ালগুলো লক্ষ্য করে দেখা গেছে, প্রতিনিয়তই চলছে আদান-প্রদান। সিটি কর্পোরেশনের কোন কোন ওয়ার্ড কাউন্সিলরও উদ্যোগটি বাস্তবায়ন করছেন। কার্যালয়ের সামনে এ দেয়াল গড়েছেন তারা। লালবাগের এক কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে শীতের পোশাক খুঁজছিলেন এক বৃদ্ধ। শফি মিয়া নামের বৃদ্ধ জানান, গায়ে দেয়ার একটি চাদর তার আছে। কিন্তু ওই চাদরে শীত মানছে না। একটি ছোট মাঠের পাশে ঘুমান তিনি। গত কয়দিন ঘুমোতে পারছেন না। এ অবস্থায় স্থানীয় এক তরুণের পরামর্শে এখানে এসেছেন বলে জানান তিনি। মানবতার দেয়াল থেকে একটি ফুল হাতা সুয়েটার পছন্দ করে নিয়ে যান বৃদ্ধ। মনিপুরীপাড়ার নাম প্রকাশের অনিচ্ছুক এক উদ্যোক্তা বলছিলেন, শীতের আগে আমরা খুব একটা সাড়া পাচ্ছিলাম না। খুব বেশি পোশাক পাওয়া যাচ্ছিল না। নেয়ার লোক আরও কম ছিল। শীত শুরুর পর নিয়মিত পোশাক পাওয়া যাচ্ছে। নেয়ার লোক আরও বেশি। আগামীতে শীতের প্রকোপ বাড়বে জানিয়ে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অন্য প্রসঙ্গ। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। আগামী ৩০ জানুায়ারি উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে শুরু হয়ে গেছে আলোচনা। প্রথমেই উত্তাপ উত্তেজনার আভাস। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফজলে নূর তাপস। আওয়ামী লীগের প্রভাবশালী তরুণ নেতা ফরম সংগ্রহ করায়, ফিকে হয়ে গেছে একই দল থেকে নির্বাচিত বর্তমান মেয়র সাঈদ খোকনের সম্ভাবনা। উত্তরে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন তাবিথ আউয়াল। সে ক্ষেত্রে জমে যাবে নির্বাচন। তবে শুধু ভোট উৎসব নয়, বসবাসযোগ্য ঢাকা চাই। এ দাবিই জানাচ্ছেন রাজধানীবাসী।
×