ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ মিরপুরে তৃতীয়পর্ব শুরু

প্রকাশিত: ১১:১২, ২৭ ডিসেম্বর ২০১৯

আজ মিরপুরে তৃতীয়পর্ব শুরু

মিথুন আশরাফ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলছে বঙ্গবন্ধু বিপিএল। লীগ সমাপ্তির পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে। পাঁচপর্বে খেলা হবে। দুইপর্ব শেষ হয়ে গেছে। আজ তৃতীয়পর্ব শুরু হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এই পর্ব। এই পর্ব শেষ হতেই বাকি থাকবে আর দুটিপর্ব। এরপর ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নামবে। লীগে বিরতির দিন বাদ দিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ হচ্ছে। সেই অনুযায়ী আজও দুটি ম্যাচ হবে। অন্যদিন দুপুর দেড়টায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচ শুরু হলেও শুক্রবার দুপুর দুইটায় ও রাত সাতটায় ম্যাচ শুরু হয়। দুপুরের ম্যাচটিতে আজ ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে। রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে লড়াই করবে রংপুর রেঞ্জার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে খেলাগুলো। তৃতীয়পর্বে আটটি ম্যাচ হবে। এবার লীগ বিশেষভাবে আয়োজন হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই আয়োজিত হচ্ছে লীগ। দলগুলোর স্পন্সর আছে। তবে তত্ত্বাবধানে বিসিবি’র পরিচালকরা রয়েছেন। প্রতিটি দলেই অন্তত একজন করে পরিচালক আছেন। স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে যারা সমন্বয় করে দল পরিচালনা করছেন। আজ তৃতীয়পর্ব শুরুর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট তালিকার শীর্ষে আছে। দলটি ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট পেয়েছে। সবচেয়ে বেশি পয়েন্ট এখন চট্টগ্রামেরই। ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা হচ্ছে। সাত দলের এ লীগে একেকটি দল পরস্পরের বিরুদ্ধে দুইবার করে লড়াই করবে। একেকটি দল মোট ১২টি ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় চারটি দল ‘প্লে-অফে’ খেলার সুযোগ পাবে। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল দুটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে। যে দল জিতবে ফাইনালে উঠে যাবে। হারা দলটির ফাইনালে ওঠার আরেকটি সুযোগ মিলবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি লীগের ফাইনালে ওঠার আশায় টিকে থাকার এলিমিনেটর লড়াইয়ে নামবে। যে দল হারবে বিদায় নেবে। জেতা দল প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। এই ম্যাচটিতে যে জিতবে ফাইনালে উঠবে। হারা দল বিদায় নেবে। দ্বিতীয়পর্ব শেষেই যে অবস্থা, তাতে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স আছে মহাবিপাকে। বিদায়ের অবস্থাতেই যেন দাঁড়িয়ে আছে তারা। যদিও শেষ মুহূর্তে পয়েন্ট তালিকায় অবস্থানের উন্নতি-অবনতি প্রতিবারই লক্ষ্য করা যায়। তবে এ মুহূর্তে ষষ্ঠ স্থানে থাকা ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া সিলেট ও সপ্তম স্থানে থাকা ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া রংপুর বিপত্তিতেই আছে। চট্টগ্রামের পর ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পাওয়া রাজশাহী রয়্যালস ও ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পাওয়া ঢাকা প্লাটুন সুবিধাজনক স্থানেই আছে। এরপর আছে খুলনা টাইগার্স (৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট)। তারাও যদি জয়ের মধ্যে থাকে তাহলে প্লে-অফে খেলতে পারে। তবে সিলেট ও রংপুরের পর কুমিল্লা ওয়ারিয়র্সও (৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট) বিপদেই আছে। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে খুলনা, কুমিল্লা, সিলেট ও রংপুরের মধ্যে একটা লড়াই শেষ মুহূর্তে জমে উঠতে পারে। তৃতীয়পর্বে রাজশাহী ও রংপুর তিনটি করে ম্যাচ খেলবে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, খুলনা, কুমিল্লা, সিলেট দুটি করে ম্যাচ খেলবে। এই পর্বে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা ছাড়া বাকি দলগুলো যদি দুটি ম্যাচ হেরে যায়, তাহলে লীগ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা জোরালো হয়ে পড়বে। কারণ এরপর প্লে-অফে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে টানা শুধু জিতেই যেতে হবে। যা কঠিন হয়ে পড়বে। তবে এ পর্বের পর যে সিলেট পর্বে খেলা হবে, সেই পর্বেই আসলে ‘প্লে-অফে’ কোন চারটি দল যাওয়ার সম্ভাবনা জোরালো তা বোঝা হয়ে যেতে পারে। মিরপুরে ফাইনালসহ মোট ২৮টি ম্যাচ, চট্টগ্রামে ১২ ও সিলেটে ৬টি ম্যাচ হবে। চট্টগ্রামের ম্যাচগুলো শেষ। এখন ঢাকায় মিরপুরে তৃতীয়পর্ব হবে। এরপর সিলেটের ৬টি ম্যাচ শেষে আবার মিরপুরে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচসহ লীগের বাকি ম্যাচগুলো হবে। আজ মিরপুরে তৃতীয়পর্ব শুরু হচ্ছে।
×