ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খোকার ছেলে ইশরাক, তাবিথ ও রিপনের বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ১১:১২, ২৭ ডিসেম্বর ২০১৯

খোকার ছেলে ইশরাক, তাবিথ ও রিপনের বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার ॥ বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শোডাউন করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র পদে নির্বাচন করতে দলীয় ফরম সংগ্রহ করলেন ৩ প্রার্থী। তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তারা ১০ হাজার টাকা করে দিয়ে নিজ নিজ ফরম সংগ্রহ করেন। আজ শুক্রবার বিকেল ৫টার মধ্যে তারা দলীয় কার্যালয়ে ১ লাখ টাকা করে জামানত দিয়ে ফরম জমা দেবেন। এদিকে নয়াপল্টন ঢাকা মহানগর বিএনপি কার্যালয় থেকে দুই সিটি কর্পোরেশনের দুই শতাধিক কাউন্সিলর প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রথমদিন বুধবার সংগ্রহ করেন ১৩৪ জন কাউন্সিলর প্রার্থী। কাউন্সিলর পদে বৃহস্পতিবারও ফরম সংগ্রহ করেছেন প্রায় ১০০ জন। দুপুর ১২টা থেকেই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিকেল ৩টার মধ্যে বিএনপি কার্যালয়ের ভেতরে বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে। বিকেল পৌনে ৪টার দিকে বিএনপির তিন মেয়র প্রার্থীর মধ্যে প্রথমেই দফতরের দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল ও ড. আসাদুজ্জামান রিপন । আর বিকেল ৪টার দিকে ফরম সংগ্রহ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জনিয়ার ইশরাক হোসেন। এ সময় দলের নেতাকর্মীরা হাততালি ও সেøাগান দিয়ে তাদের স্বাগত জানায়। বিএনপির সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন বলেন, বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে তিনজনই ফরম নিয়েছেন। শুক্রবার বিকেল ৫টার মধ্যে তারা ১ লাখ টাকা জামানত দিয়ে পূরণ করা ফরম দিতে পারবেন। শনিবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেবে দলের মনোনয়ন বোর্ড। সেখানেই দুই সিটি কর্পোরেশনের জন্য মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি কয়েক মাস আগেই দুই সিটিতে নির্বাচন করার জন্য দুই প্রার্থী ঠিক করে রাখে। ঢাকা দক্ষিণ সিটিতে প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তাই এই সিটিতে ইশরাক হোসেন ছাড়া দলের আর কোন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। উত্তর সিটির জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়ন ঠিক করে রাখলেও দলের বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপনও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কোন কারণে তাবিথ আউয়ালের কোন সমস্যা হলে রিপন নির্বাচন করতে চান। বিএনপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর তাবিথ আউয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দল আমাকে মনোনয়ন দেবে এ বিষয়ে আমি আশাবাদী। আর যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে অতীতে যেভাবে মাঠে ছিলাম, এবারও মাঠে থেকে নির্বাচন করব। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইভিএম ব্যবহার থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ইভিএমে সাধারণ মানুষেরও আস্থা নেই। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর ড. আসাদুজ্জামান রিপন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না সেটা আমরা জানি। তারপরও নির্বাচনে অংশ নিচ্ছি এবং জয়ের বিষয়ে আশাবাদী। তবে আমাদের মূল লক্ষ্য হলো ভোটে নামলে ধানের শীষের পক্ষে সেøাগান উচ্চারিত হবে, একইসঙ্গে আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উচ্চারিত হবে। এ কারণেই আমরা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, দলের হাইকমান্ড আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য কাজ করতে বলেছেন। হাইকমান্ডের নির্দেশে আমি এরই মধ্যে কাজ শুরু করেছি। দলীয় মনোনয়ন পেলে যথাসাধ্য চেষ্টা করব যাতে বিজয়ী হতে পারি। ২০১৫ সালে ঢাকার দুই সিটিতে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে বিএনপির প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হকের কাছে হেরে যান তিনি। তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
×