ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র সংগ্রহ করলেন খোকন

প্রকাশিত: ১১:১১, ২৭ ডিসেম্বর ২০১৯

মনোনয়নপত্র সংগ্রহ করলেন খোকন

বিশেষ প্রতিনিধি ॥ দ্বিতীয় দফা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার আশায় দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি চলছে। বৃহস্পতিবার সাঈদ খোকন নিজেই মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে তাঁর বাবার নাম স্মরণ করে অশ্রুসিক্তকণ্ঠে বলেন, রাজনৈতিক জীবনে এখন তিনি ‘কঠিন সময়’ পার করছেন। ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান, আমার জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী আমার জন্য একটু দোয়া করবেন। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে এ পর্যন্ত ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত একাধিকবারের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। আরেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ছাড়াও দক্ষিণের মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা মোঃ নাজমুল হক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব এম এ রশিদ। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন লাভের আশায় আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি মেজর (অব) মোঃ ইয়াদ আলী ফকির, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মোঃ জামান ভূইয়া প্রমুখ। আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্রে আভাস পাওয়া গেছে, আসন্ন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে চমক সৃষ্টি করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও মেয়র পদে প্রার্থী হতে পারেন। তবে তিনি এখনও দলের মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বৃহস্পতিবার রাজধানীর ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন নিজে এসে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ দফতর সেলের কর্মকর্তারা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরও বলেন, আপনাদের প্রিয় নেতা আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে রাজনীতিতে এসেছি, আজ আমার পিতা নেই, পিতাকে হারিয়েছি। পিতার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি আমার জন্য যেটা ভাল মনে করবেন, সেটাই করবেন। ঢাকা মহনগরী উত্তর ও দক্ষিণে দুই সিটি কর্পোরেশনে ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে দক্ষিণ সিটির মেয়র হন সাঈদ খোকন। সাঈদ খোকন বলেন, এই সাড়ে চার বছরে ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি ইনশা আল্লাহ। সুখে-দুঃখে, ঢাকাবাসীর আপদে-বিপদে পাশে ছিলাম। তারপরও রাজনৈতিকভাবে সময়টা যে ভাল যাচ্ছে না বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য খোকন। ঢাকাবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের সুখে-দুখে যেভাবে ছিলাম, সেভাবেই যাতে আপনাদের পাশে থাকতে পারি। অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে, সেগুলো যেন শেষ করে যেতে পারি। কর্তব্যে কখনও অবহেলা করেননি দাবি করে মেয়র সাঈদ খোকন বলেন, এই শহরের মানুষের জন্য এই কঠিন সময়ে ঢাকাবাসী, দেশবাসী যদি আমার পাশে দাঁড়ায়, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকব।
×