ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএএসএফ বাংলাদেশের নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ ডিসেম্বর ২০১৯

বিএএসএফ বাংলাদেশের নতুন অফিস উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএএসএফ বাংলাদেশ তাদের প্রধান কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা: ক্রিস্টালপ্যালেস, লেভেল- ০৭, বাড়ি নং: ২২, সড়ক নং: ১৪০ গুলশান সাউথ এভিনিউ, গুলশান-০১। বিএএসএফ বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান ২৬ ডিসেম্বর এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, সবধরনের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত তাদের এই নতুন কার্যালয় আরও উন্নততর গ্রাহক সেবা দিতে সক্ষম হবে। বিএএসএফ বাংলাদেশ, জার্মানভিত্তিক বিশ্বের সর্ববৃহত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএএসএফএসইর একটি সাবসিডিয়ারি কোম্পানি। প্রতিষ্ঠানটি বিশ্বের ৮০টিরও অধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বিশ্বব্যাপী তাদের কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার। ২০১৮ সালে বিএসএফের বিক্রয়লব্ধ আয় ছিল ৬৩ বিলিয়ন ইউরো।
×