ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৫৩.৭ শতাংশ

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৫৩.৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চিরবৈরী বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্র্বর্তীকালীন বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়ার পর মার্কিন সয়াবিনের আমদানি বৃদ্ধি করেছে চীন। যুক্তরাষ্ট্রে থেকে চীনের সয়াবিন আমদানির এই পরিমাণ গত দুই মাসে বেড়েছে আগের বছরের চেয়ে প্রায় ৫৩.৭ শতাংশ। গত নবেম্বর পর্যন্ত চীনের সয়াবিন আমদানি নিয়ে চীনা কাস্টমস কর্তৃপক্ষের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি। এতে বলা হয়েছে, গত নবেম্বরে চীনের সয়াবিন আমদানি অন্যান্য সময়ের চেয়ে বেড়েছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা। চীনের শিল্প-প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশনকারী সংবাদমাধ্যম এওয়েব বলছে, অক্টোবরের চেয়ে পরের মাসে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিনের আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে। গত কয়েক মাস ধরে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের সয়াবিনের সবচেয়ে বড় আমদানিকারক চীন কিছুদিন আগে আমদানি বন্ধ করে দেয়। ওই সময় চীনা পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করায় মার্কিন সয়াবিনের আমদানি বাতিল করে বেইজিং। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্যে আমদানি শুল্ক বাড়িয়ে দেয় চীনও। তবে গত অক্টোবরে দুই দেশের সরকার প্রথম ধাপে একটি অন্তর্র্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। তবে এই চুক্তিতে কি ধরনের শর্ত থাকতে পারে সে ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোন তথ্য দেয়া হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী জানুয়ারিতে অন্তর্র্বর্তীকালীন এই বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে পারে। তারা বলছেন, চুক্তির অংশ হিসেবে মার্কিন খামার পণ্য আরও বেশি পরিমাণে কিনবে বেইজিং। তবে কি পরিমাণে মার্কিন খামার পণ্য কেনার শর্ত এই চুক্তিতে যুক্ত হচ্ছে সে ব্যাপারে চীনা কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেননি। চীনা সরকারের এক মুখপাত্র বলেছেন, গত সেপ্টেম্বরে আমেরিকান সয়াবিনের জন্য আমদানিকারকরা চাহিদা জমা দিয়েছেন। তবে মার্কিন সয়াবিন কেনার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য জানাননি এই কর্মকর্তা। চীনা ক্রেতারা সয়াবিনকে পশুপ্রাণীর খাদ্য হিসেবে এবং রান্নার তেল তৈরিতে ব্যবহার করেন। ব্রাজিল থেকেও সয়াবিন আমদানি করে বেইজিং। তারপরও যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণে সয়াবিন আমদানি করা হয়, সেটি বন্ধ হয়ে গেলে অন্য কোন দেশ থেকে আমদানি বাড়িয়েও তা পূরণ করা সম্ভব নয়।
×