ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে উত্তরা ফাইন্যান্স

প্রকাশিত: ০৯:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৯

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে উত্তরা ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রেজিস্ট্রার্ড, আনসিকিউরড, আনলিস্টেড বন্ড ইস্যু করবে। বন্ডের ডিসকাউন্টেড ইস্যু মূল্য ৩৭৩ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৭ টাকা। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে। এই বন্ডের ফেস ভ্যালু ৫০০ কোটি টাকা, ৫ বছর মেয়াদী, প্রতি বন্ডের ডিনোমাইনেশন ৫ লাখ টাকা, ডিসকাউন্ট রেট ১০.৫০ শতাংশ। উত্তরা ফাইন্যান্স ব্যবসা সম্প্রসারণ, ফান্ডিং সোর্সের বৈচিত্র এবং বন্ড মার্কেটের উন্নয়নের জন্য বন্ড ইস্যু করবে। তসরিফা ও ফু-ওয়াং সিরামিকের ক্যাটাগরি পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ ও ফু-ওয়াং সিরামিক লিমিটেড। কোম্পানি দুটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। সূত্র জানায়, কোম্পানি দুটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
×