ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলহাজ টেক্সটাইল ও অলিম্পিক এ্যাক্সেসরিজের ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৯

আলহাজ টেক্সটাইল ও অলিম্পিক এ্যাক্সেসরিজের ক্যাটাগরি পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল ও অলিম্পিক এ্যাক্সেসরিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলহাজ টেক্সটাইলের এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৬ মাসের বেশি সময় উৎপাদন বন্ধ থাকায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে। অন্যদিকে অলিম্পিক এ্যাক্সেসরিজ ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানি দুটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। পুঁজিবাজার গতিশীল করতে ১২ সদস্যের সমন্বয় কমিটি গঠন অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী দিনে শক্তিশালী পুঁজিবাজার গড়ার লক্ষ্যে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মধ্যে ১২ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ডিবিএ অফিসে বিএমবিএর কার্যনির্বাহী কমিটির সঙ্গে ডিবিএর পরিচালনা পর্ষদের একটি সৌজন্যমূলক সভা হয়। সভা থেকে ডিবিএ ও বিএমবিএর মধ্যে ১২ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এই কমিটি আগামী দিনে শক্তিশালী, গতিশীল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করবে বলে জানান ডিবিএ ও বিএমবিএর সদস্যরা। সভায় ডিবিএর সভাপতি মোঃ শাকিল রিজভী সভাপতিত্ব করেন। ডিবিএর পর্ষদের পক্ষ থেকে বিএমবিএর নবনির্বাচিত সভাপতি মোঃ ছায়েদুর রহমান ও তার কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছ জানানো হয়।
×