ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪ কোম্পানির লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৯:৩২, ২৭ ডিসেম্বর ২০১৯

৪ কোম্পানির লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস, ফার্মা এইডস লিমিটেড ও হা-ওয়েল টেক্সটাইল এবং ইউনিক হোটেলের লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। বৃহস্পতিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করা হয়। ওয়াটা কেমিক্যালস ॥ ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালসের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। বৃহস্পতিবার কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এজিএমে কোম্পানির ৩০ জুন-২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ছাড়াও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়। জানা গেছে, ওয়াটা কেমিক্যাল আলোচ্য বছরে ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আগের বছরেও একই সময় কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস। ফার্মা এইড ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এবছর শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটরিয়ামে কোম্পানি ৩৮তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। হা-ওয়েল টেক্সটাইল ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার কোম্পানির ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এজিএমে কোম্পানির ৩০ জুন-২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ছাড়াও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়। জানা গেছে, হা-ওয়েল টেক্সটাইল আলোচ্য বছরে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আগের বছরেও একই সময় কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ইউনিক হোটেল ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এবং রিসোর্টস লিমিটেড ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। বৃহস্পতিবার ঢাকা গুলশান ক্লাবে কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮০ টাকা ৬৯ পয়সা।
×