ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৯:৩২, ২৭ ডিসেম্বর ২০১৯

সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬০ লাখ ৯৯ হাজার টাকা। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৬ লাখ ৩২ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৯৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২৩৯ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৬০ লাখ ৯৯ হাজার টাকা। টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটারের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুটের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৮২ লাখ টাকার। ৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে-ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, ব্যাংক এশিয়া, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকা।
×