ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরীয় শরণার্থীর সাফল্য

প্রকাশিত: ০৯:৩১, ২৭ ডিসেম্বর ২০১৯

সিরীয় শরণার্থীর সাফল্য

সিরীয় শরণার্থী মায়া গাজালের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। গত সপ্তাহে তিনি ব্রিটেনে প্রশিক্ষণ শেষ করার পর একাকী উড্ডয়ন সম্পন্ন করেছেন। জাতিসংঘের বিষয় হাইকমিশনের ‘এভরিওয়ান কাউন্ট’ কর্মসূচীর আওতায় ব্রিটিশ অভিনেতা ডগলাস বুথ দ্য ডার্ট নামে যে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন সেখানে তার এই ফ্লাইট দেখান হয়েছে। মায়া এখন শিক্ষানবিস পাইলট হিসেবে কাজ করছেন। তিনি ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট হওয়ার আশা করছেন। তার পরিবার ২০১৪ সালে দামেস্ক ছেড়েছিল। -ইউএনএইচসিআর সান্তাক্লজ যখন সার্ফার গত ১০ বছর ফ্লোরিডার কোকা বিচে বড়দিনের সময় সান্তাক্লজ ও ক্রিসমাস পোশাক পরে সার্ফাররা সার্ফিংয়ে অংশ নেন। এ থেকে যে আয় হয় তা ক্যান্সার রোগীদের চিকিৎসা ও ফ্লোরিডা সার্ফ মিউজিয়ামের উন্নয়নে দান করা হয়। গ্রীন ফর লাইফ নামে একটি অমুনাফাভোগী সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। মঙ্গলবার প্রায় ৬০০ সার্ফার এই ইভেন্টে অংশ নেন। প্রায় ১০ হাজার দর্শক সার্ফারের পোশাকে সান্তাক্লজদের এ অনুষ্ঠান উপভোগ করেন। -এপি
×