ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলিগড় বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ

প্রকাশিত: ০৯:৩১, ২৭ ডিসেম্বর ২০১৯

আলিগড় বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ

ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ ‘লাগামহীনভাবে’ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে একটি স্বাধীন তদন্তকারী দল। ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় ওই বিশ্ববিদ্যালযে যে সহিংসতা ঘটে, সে সময় পুলিশের বিরুদ্ধে ‘বর্বর আচরণ’ করার অভিযোগ করে এই দলটি- যাতে ছিলেন আইনজীবী, মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি জানিয়েছে , গ্রেনেড ছোড়ার সময় পুলিশের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেছে, ছাত্রদের ওপরে ব্যবহার করা হয়েছে ‘স্টান গ্রেনেড’ যা সাধারণত সন্ত্রাসী হামলার সময় করা হয়ে থাকে। একজন ছাত্রের হাত কেটে বাদও দিতে হয়েছে। তবে পুলিশ বলছে, ছাত্ররাই প্রথমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছিল এবং তারা ন্যূনতম শক্তি প্রয়োগ করেছে শুধু আত্মরক্ষার স্বার্থে। ভারতের রাজধানী দিল্লীসহ বিভিন্ন স্থানে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বুধবারও অব্যাহত ছিল। এ মাসের প্রথম দিকে পার্লামেন্টে পাস হওয়া আইনটিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার প্রতিক্রিয়া দ্রুততর করার কথা বলা হয়েছে। মধ্য প্রদেশ রাজ্যে হাজার হাজার লোক এর প্রতিবাদে এক সমাবেশ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, তার সরকার ওই রাজ্যে কখনই এ আইন প্রয়োগ করবে না। -এনডিটিভি রাখাইনে সুচির দলের নেতা নিহত মিয়ানমারে ক্ষমতাসীন আউং সান সুচির দল এনএলডির রাখাইন অঞ্চলের বুথিডাং-এর চেয়ারম্যান ইয়ে থেইন নিহত হয়েছেন। সোমবার মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর হামলা চালায়। এ সময় তিনি নিহত হয়েছেন বলে জানাচ্ছে বিদ্রোহীরা। সুচির দলের স্থানীয় শাখার চেয়ারম্যান ইয়ে থেইনকে আগেই আটক করা হয়েছিল। তবে তিনি মারা যাওয়ার কথা সরকারী পর্যায় থেকে নিশ্চিত করা হয়নি। ওই রাজ্য থেকে ২০১৭ সালে জাতি নিধনের মুখে জীবন বাঁচাতে কমপক্ষে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বাংলাদেশে। -রয়টার্স
×