ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভের আশঙ্কায় ইরানে ইন্টারনেট বন্ধ

প্রকাশিত: ০৯:৩০, ২৭ ডিসেম্বর ২০১৯

বিক্ষোভের আশঙ্কায় ইরানে ইন্টারনেট বন্ধ

ইরানে বৃহস্পতিবার সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছিল। তারপরেই ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয় হলো। বিবিসি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে ইন্টারনেট ব্যবহারের হার হ্রাস পেয়েছে। আধা-সরকারী ইরানী সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে। গত মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে যারা নিহত হয়, তাদের স্মরণে নতুন বিক্ষোভের আহ্বান জানানোর পর ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়। এ্যামনেস্টি ইন্টারন্যশনাল দাবি করেছে, গতমাসে বিক্ষোভের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর টানা কয়েকদিনের অভিযানে অন্তত ৩০৪ জন মারা গেছে এবং কয়েক হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছ। নাম প্রকাশ না করার শর্তে কয়েক সরকারী কর্মকর্তা বলেছেন বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় দেড় হাজার। নবেম্বরে ইরানের সরকার জালানি তেলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে ইরানের বিভিন্ন শহর এবং শহরতলীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে । গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। তারপর থেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছে ইরানের অর্থনীতি। বিক্ষোভ বাড়ার সঙ্গে সঙ্গেই ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এর আগেই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছে। কারাজ শহরের পৌইয়া বখতিয়ারি নামের ২৭ বছর বয়সী নিহত এক বিক্ষোভকারীর আত্মীয় বৃহস্পতিবার তার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য সামাজিক মাধ্যমে মানুষকে আহ্বান জানান। শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ আবারও শুরু হতে পারে সেই আশঙ্কায় তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। মার্কিন ধর্মীয় স্বাধীনতার কালো তালিকায় পাকিস্তান আমেরিকা একতরফাভাবে পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য কালো তালিকাভুক্ত করেছে। তবে আমেরিকার এই কালো তালিকা ইসলামাবাদ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের জন্য পাকিস্তানকে আমেরিকা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য কালো তালিকাভুক্ত করল তবে এক্ষেত্রে ভারতকে ওই তালিকা থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন প্রশাসন। পাকিস্তান বলেছে, ভারতে গরু জবাইয়ের জন্য মুসলিমদের হত্যা করা হচ্ছে, অধিকৃত কাশ্মীরে অচলাবস্থা এবং সাম্প্রতিক নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হয়েছে। -ওয়েবসাইট
×