ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে যৌন হয়রানির মামলা করার পর গ্রেফতার বাংলাদেশী নারী

প্রকাশিত: ০৯:২৯, ২৭ ডিসেম্বর ২০১৯

ভারতে যৌন হয়রানির মামলা করার পর গ্রেফতার বাংলাদেশী নারী

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে যৌন হয়রানির শিকার হয়েছেন এক বাংলাদেশী নারী। তিনি একজন যৌনকর্মী বলে বলা হচ্ছে। যৌন হয়রানির অভিযোগ করেছেন তিনি। বলেছেন, দু’জন পুরুষ তাকে যৌন হয়রানি করে। তবে সর্বশেষ খবর হলো, ওই বাংলাদেশী নারীকে স্থানীয় কমিশনারেট পুলিশ গ্রেফতার করেছে। তার কাছে ভারতে অবস্থানের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয়েছে। এএনআই। ওই বাংলাদেশী নারী একটি ভুয়া আধার কার্ডের ওপর ভিত্তি করে ওড়িশায় যান। পশ্চিমবঙ্গে অবস্থানকালে তিনি ওই আধার কার্ড সংগ্রহ করেছিলেন। গত ১৬ ডিসেম্বর তিনি লক্ষ্মীসাগর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন যে, চিন্তামানিশ্বরে একটি হোটেলে অবস্থানকালে দু’জন পুরুষ তাকে যৌন হয়রানি করেছে। এ বিষয়ে ভুবনেশ্বরের উপ-পুলিশ কমিশনার অনুপ কুমার বলেছেন, লক্ষ্মীসাগর পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে। এতে একজন নারী অভিযোগ করেছেন যে, একটি রুমে তাকে যৌন অবমাননা ও তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা করেছি এবং ঘটনার সঙ্গে জড়িত দু’ব্যক্তিকে গ্রেফতার করে আমরা তাদের আদালতে সোপর্দ করেছি। এর সঙ্গে সংশ্লিষ্ট তদন্তে দেখা গেছে, ওই নারী একজন বাংলাদেশী যুবতী।
×