ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাশেদ সীমান্ত অর্ষার নাটক ‘লাইলী মজনু’

প্রকাশিত: ১২:০৯, ২৬ ডিসেম্বর ২০১৯

রাশেদ সীমান্ত অর্ষার নাটক ‘লাইলী মজনু’

সংস্কৃতি ডেস্ক ॥ মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেভি আগামীকাল ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। বিশেষ এ দিনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই ধারাবাহিকতায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাইলী মজনু’। ‘মধ্য রাতের সেবা’ নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর এই নাটকে আবারও জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এবং অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। মিড এন্টারপ্রাইজের ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে। ‘লাইলী মজনু’ নাটকটিতে পৃষ্ঠপোষকতা করছে ‘বিস্ক ক্লাব ফ্রুট ফান বিস্কুট’। টিপু আলমের গল্পে নাটকটি রচনা করেছেন সুবাতা রাহিক জারিফা, পরিচালনায় জিয়াউর রহমান জিয়া। রাশেদ সীমান্ত ও অর্ষা ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, মিলন ভট্টাচার্য, শেলী আহসান প্রমুখ। ‘লাইলী মজনু’ নাটকে রাশেদ সীমান্ত একজন গার্মেন্টস কর্মীর ভূমিকায় এবং অর্ষা একজন কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন। আগামীকাল শুক্রবার রাত ৮টায় নাটকটি বৈশাখী টেভিতে প্রচার হবে। এছাড়া বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল জাগো এন্টারনেইনমেন্টে নাটকটি দর্শকরা দেখতে পারবেন। এদিকে বৈশাখী টিভি ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় কেক কাটার আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। দিনব্যাপী চলবে সরাসরি শুভেচ্ছা বিনিময়। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের সম্মানীত দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সব শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৫ বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। আমাদের বিশ্বাস ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখীর পর্দার বিশেষ আয়োজন দর্শকদের ভাল লাগবে।
×