ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হুইলচেয়ার বিতরণ

প্রকাশিত: ১১:৪০, ২৬ ডিসেম্বর ২০১৯

হুইলচেয়ার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ ডিসেম্বর ॥ ৫ শ’ প্রতিবন্ধী শিক্ষার্থী ও দুস্থদের মাঝে কম্বল ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া এলাকায় প্রতিষ্ঠিত প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে কম্বল ও হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে খুশি হতদরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্বজনরা। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এই দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে আসছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডাঃ সেলিনা আখতার, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সঞ্জয় কর্মকার অভিজিৎ প্রমুখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ ডিসেম্বর ॥ বুধবার দিনব্যাপী মাগুরায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহরের মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে হদরোগ, শিশু রোগ, গাইনি, অর্থপেডিক, ডায়াবেটিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদের বিরোধী দলীয় সচিব মরহুম এ্যাডভোকেট আসাদুজ্জামানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
×