ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে র‌্যাবের মোবাইল কোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে র‌্যাবের মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার ॥ টানা দুই দিন রাজধানীর বংশাল এলাকায় নকল ও নিম্নমানের বয়লার গোডাউনে অভিযান চালিয়েছে র‌্যাব-১০- এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সাড়ে ২৯ লাখ টাকা জরিমানা, নয়টি গোডাউন সিলগালা ও ২২ কোটি টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে। ঢাকার বংশালে মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা দুই দিন অভিযানটি পরিচালিত হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম জানান, র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রেজাউল করিমের সমন্বয়ে অভিযান চালানো হয়। বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী স্টাফ রিপোর্টার ॥ সরকারী গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বুধবার। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পথচলার যাত্রা শুরু করে বিটিভি। চ্যানেল আইতে পালিত হয় বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব সাজানো হয়েছিল বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে। কুয়াশাচ্ছন্ন ভোরে অনুষ্ঠানের শুরুতে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ ও সুরের ধারার শিল্পীরা। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘শিক্ষা, তথ্য, সংবাদ চর্চার ৫৬ বছর। বিটিভিতে সেইসময়ে যারা কাজ করেছেন, তারাই এখন সংস্কৃতি অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা বিটিভির নানা সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। এখানে অতিথি আপ্যায়নে ছিল পিঠা-পুলির আয়োজন।
×