ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও দুই পা থেঁতলে দেয়া হয়েছে

প্রকাশিত: ১১:৩৫, ২৬ ডিসেম্বর ২০১৯

যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও দুই পা থেঁতলে দেয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ ডিসেম্বর ॥ ফরিদুজ্জামান শুভ (৩৩) নামের এক যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে কালাইয়া ইউনিয়নের তিন দোকানের কাছে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত যুবলীগ কর্মীর বাবা আবুল কালাম আজাদ জানান, শুভ ঘটনার সময় তিন দোকানে বসে চা পান করছিল। এ সময় স্থানীয় মোতাহার মিয়ার ছেলে সমিরের নেতৃত্বে ৫-৬ জন তার ছেলের ওপর অতর্কিত হামলা করে এবং হাতুড়ি দিয়ে মাথা ও দুই পাসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখম করে। স্থানীয় সূত্র জানায়, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। শিক্ষিকার মারধরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৫ ডিসেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকার মারধরে মোঃ ইয়ামিন (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিটফোর্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইয়ামিনের মৃত্যু হয়। এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষিকা তামান্না আক্তার চাঁদনি। জানা যায়, খেজুরবাগ মদিনাতুল উলুম সিদ্দিকীয়া জান্নাতিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইয়ামিন। রবিবার মাদ্রাসার অপর এক ছাত্রের সঙ্গে ইয়ামিনের ঝগড়া হয়। এ নিয়ে মাদ্রাসার শিক্ষিকা তামান্না আক্তার মাদ্রাসার একটি কক্ষে তাদের বিচার করতে বসেন। এক পর্যায়ে সে ইয়ামিনকে মারধর করেন এবং গলা টিপে ধরেন। নিহতের বাবা আশ্রাফ ফকির জানান, রবিবার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে ইয়ামিন। এ সময় তার গলা দিয়ে রক্ত বের হয়ে আসে।
×