ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু বিএনপির

প্রকাশিত: ১১:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৯

কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দলীয় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। বুধবার সকাল ১০টায় নয়াপল্টন ভাসানী ভবন থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়। আজ বৃহস্পতিবারও একই জায়গা থেকে কাউন্সিলর পদে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। এ ছাড়া মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে। বুধবার সকাল ১০টা থেকে নয়াপল্টন ভাসানী ভবনের ঢাকা মহানগর বিএনপির কার্যালয় থেকে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ঢাকা মহানগর (উত্তর) বিএনপির দফতর সম্পাদক এ বি এম রাজ্জাক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে ৩৬ জন পুরুষ এবং ৫ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের ১০ হাজার টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে হয়েছে। ঢাকা মহানগর উত্তর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করার পর মোঃ সাইদুল ইসলাম নামক একজন প্রার্থী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দল যেহেতু এ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই নির্বাচনের মাধ্যমে সংগঠিত হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করব। এছাড়া আমি নির্বাচিত হলে রাজধানীর গাবতলী এলাকাকে আধুনিক ঢাকায় রূপান্তরিত করার জন্য কাজ করে যাব।
×