ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৮ ডিসেম্বর ঢাকায় ন্যাশনাল এফ কমার্স সামিট হচ্ছে

প্রকাশিত: ১১:৩১, ২৬ ডিসেম্বর ২০১৯

২৮ ডিসেম্বর ঢাকায় ন্যাশনাল এফ কমার্স সামিট হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বর্তমানে প্রায় তিন লাখ এফ কমার্স উদ্যোক্তা রয়েছে, এর মধ্যে ৫০ ভাগের বেশি নারী। তাদের অংশগ্রহণে আগামী ২৮ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল এফ কমার্স সামিট ২০১৯’। দিনব্যাপী আয়োজনে পণ্য প্রদর্শন ও নলেজ সেশন মিলিয়ে থাকবে নানান কিছু। ডিজিটাল মার্কেটিং এজেন্সি গিকি সোশ্যাল লিমিটেডের এই আয়োজনে সহায়তা করছে যৌথভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, একসেস টু ইনফরমেশন (এটুআই)- আইসিটি ডিভিশন, বেসিস ও ই-ক্যাব, এফ-কমার্স শিল্পের ক্রমবর্ধমান মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মেলনে রাখা হয়েছে চারটি নলেজ সেশন। ইউটিউবারদের মতো কীভাবে ফেসবুকে ভিডিও শেয়ার করে আয় করা যায় তা নিয়ে দিকনির্দেশনা দেয়া হবে একটিতে। কন্টেন্ট ক্রিয়েটর ও মেসেঞ্জার বট নিয়ে রয়েছে আলাদা সেশন। বর্তমান ফেসবুক উদ্যোক্তাদের বিক্রয় বৃদ্ধির কৌশল বিষয়ক গুরুত্বপূর্ণ জ্ঞানার্জনের সুযোগ থাকছে। ন্যাশনাল এফ-কমার্স প্রোগ্রামের মাধ্যমে এই শিল্পকে উৎসাহিত করতে পাঁচজন এফ-কমার্স উদ্যোক্তা এবং এই শিল্পের পাঁচজন পৃষ্ঠপোষককে পুরস্কৃত করা হবে। আয়োজক প্রতিষ্ঠান গিকি সোশ্যাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী হাসান সাগরের কথায়, ‘আমরা লক্ষ্য করেছি, আজকের তরুণরা বেশ বড় একটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটায় এবং সেটি নিছক বিনোদন ছাড়া আর কিছু দেয় না। সেই জায়গা থেকে আমরা তাদের সামনে তুলে ধরতে চাই, কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্যারিয়ার গড়া ও এন্ট্রিপ্রিনিয়রশিপ গড়ে তোলা যায়। সেই লক্ষ্যে তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি ন্যাশনাল এফ-কমার্স সামিট ২০১৯।’
×