ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বেড়েছে

প্রকাশিত: ১১:২৮, ২৬ ডিসেম্বর ২০১৯

প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ফাস্ট এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর বাড়ানো হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্র জানায়, ক্লোজ ইন্ড মিউচ্যুয়াল ফান্ডটির মেয়াদ জানুয়ারি ২৪, ২০৩০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১০ বছর মেয়াদী হিসেবে ২০১০ সালে মিউচ্যুয়াল ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনী এ ফান্ডটির বর্তমান ইউনিট দর ফেসভ্যালুর অনেক নিচে অবস্থান করছে (৪.৮০ টাকা)। মোট ১০ কোটি ইউনিটের মধ্যে ফান্ডটির স্পন্সর পরিচালকদের কাছে রয়েছে ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫৬.৯৫ শতাংশ, বিদেশী ১.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১.৫১ শতাংশ ইউনিট। ফান্ডটি গত ৪ বছর ধরে ৭ শতাংশ করে নগদ ডিভিডেন্ড দিয়ে আসছে।
×