ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুতিনকে প্রশ্ন করার পর

প্রকাশিত: ১১:২৬, ২৬ ডিসেম্বর ২০১৯

পুতিনকে প্রশ্ন করার পর

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করার পর চাকরি ছেড়ে দিয়েছেন দেশটির একজন সাংবাদিক। পশ্চিম সাইবেরিয়ার ইয়ামাল অঞ্চলের সাংবাদিক আলিসা ইয়ারোভস্কয়া অবশ্য বলেছেন ব্যক্তিগত কারণে চাকরি ছেড়েছেন। গত বৃহস্পতিবার পুতিন সংবাদ সম্মেলনে সাইবেরীয় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে আলিসা সরকারের অবকাঠামো নির্মাণ বিশেষ করে স্থানীয়ওরা ব্রিজ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে বলেন এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, বরফ দ্রুত গলে যাচ্ছে। -বিবিসি ‘জীবন্ত পেট্রোল বোমা’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে ‘জীবন্ত পেট্রোল বোমা’ বলে আখ্যায়িত করেছেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। মঙ্গলবার এক টুইটে তিনি ভারতের গান্ধী পরিবারের রাজনৈতিক উত্তরসূরিদের নিয়ে এমন মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর বিষয়ে সতর্ক থাকুন। কারণ, তারা জীবন্ত পেট্রোল বোমা। তারা যেখানেই যান সেখানেই আগুন জ্বালান, জনগণের সম্পদের ক্ষতি করেন’। -জি নিউজ
×