ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার দাবানলের কবলে চিলির শহর

প্রকাশিত: ১১:২৬, ২৬ ডিসেম্বর ২০১৯

এবার দাবানলের কবলে চিলির শহর

টানা দাবানলে অস্ট্রেলিয়া পুড়ে ছারখার হওয়ার পর এবার দাবানলের কবলে পড়েছে চিলির শহর ভালপারাইসো। অতিদ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে ভস্মীভূত হয়েছে অন্তত ১২০টি বাড়ি। সরিয়ে নেয়া হচ্ছে শহরের লোকজনকে। এএফপি শহরটির দুটি এলকায় আগুন নেভাতে ভালপারাইসোর সব দমকলকর্মীকেই কাজে নামানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকার প্রায় ৯০ হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন থেকেই দাবানলের সূত্রপাত বলে জানিয়েছেন, ভালপারাইরসোর মেয়র জর্জ শার্প। তবে দাবানলে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মেয়র বলেন, ‘এ মুহূর্তে গোটা ভালপারাইসোর দুর্যোগ মোকাবেলা কর্মীরা শহরের দুটি উঁচু স্থানে আগুন নেভানোর সবরকম চেষ্টা চালাচ্ছে।’ তবে উচ্চ তাপমাত্রা এবং জোর বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানান তিনি।
×