ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ১১:২৫, ২৬ ডিসেম্বর ২০১৯

অ ন ্য র ক ম

সেতুর নিচে আটকে গেল বিমান ভারতের কলকাতার ওভার ব্রিজের নিচে মঙ্গলবার একটি বোয়িং ৭৩৭ আটকে যায়। এর আগে যশোর রোডে বিমান সমেত ট্রেলার ঘোরাতে গিয়ে দীর্ঘক্ষণ আটকে গিয়েছিল যান চলাচল। কোনক্রমে সরিয়ে নিয়ে যাওয়ার পথে এবার আটকে গেল দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) মেনগেটের কাছে ওভার ব্রিজের নিচে। সার্ভিস রোড ধরে যাচ্ছিল বলে যানজট খুব একটা হয়নি। কিন্তু এই দৃশ্য দেখতে ভিড় জমান এলাকাবাসী। পাশাপাশি গাড়ি বা অন্য যানবাহনে যাওয়ার পথেও অনেকে দাঁড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই ট্রেলারের চাকা খুলে কিছুটা নামানো সম্ভব হয়। কিন্তু ওই ব্রিজের নিচ দিয়ে বিমানটি নির্বিঘেœ নিয়ে যাওয়া সম্ভব ছিল না। সে কারণে আপাতত রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিমানসহ ট্রেলারটিকে। কলকাতা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ বিমান। দীর্ঘদিন ধরে ডাক পরিষেবার কাজে ব্যবহার হওয়ার পরে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পর সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে একটি বেসরকারী সংস্থা ওই বিমানটি কিনে নেয়। -আনন্দবাজার
×