ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে সান্ধ্য কোর্সের যৌক্তিকতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি

প্রকাশিত: ১১:০১, ২৬ ডিসেম্বর ২০১৯

রাবিতে সান্ধ্য কোর্সের যৌক্তিকতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি

রাবি সংবাদদাতা ॥ সান্ধ্য কোর্স নিয়ে রাষ্ট্রপতির নেতিবাচক প্রতিক্রিয়া ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সান্ধ্য কোর্সে যৌক্তিকতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন সিনেট ভবনে ২৫১তম শিক্ষা পরিষদ সভায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ১২ সদস্যের এই কমিটি করা হয়। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এই তথ্য জানান। অধ্যাপক প্রভাষ কুমার জানান, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত এই কমিটিতে অনুষদগুলোর অধিকর্তাদের রাখা হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় এই কমিটি তাদের পর্যালোচনা উপস্থাপন করবেন। তাদের পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সান্ধ্য কোর্স থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বলেন, বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ডিনসহ ১২ সদস্যের এই কমিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।এই বিষয়ে কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ডিনদের সঙ্গে বসে পরামর্শ করে পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত জানানো হবে। এছাড়াও সভায় ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে সরকারী চাকরিতে অন্তর্ভুক্তকরণের লক্ষে তাদের সমতাস্থাপক ডিগ্রী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান অধ্যাপক প্রভাষ কুমার। এই সভায় ৬৯ জনের এমফিল ও পিএইচডি ডিগ্রীর চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলেও জানান তিনি।
×