ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক ফ্রেমে চার প্রজন্ম

প্রকাশিত: ১১:০০, ২৬ ডিসেম্বর ২০১৯

এক ফ্রেমে চার প্রজন্ম

একই ফ্রেমে রাজ পরিবারের চার প্রজন্ম। সবাই মিলে পুডিং বানাচ্ছেন। ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে এমন বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে রানী এলিজাবেথ, যুবরাজ চার্লস, যুবরাজ উইলিয়াম ও যুবরাজ জর্জ রয়েছেন। প্রথা অনুযায়ী ‘রয়্যাল ব্রিটিশ লিজিওন’-এর জন্য ওই পুডিং তৈরি করা হয়। রয়্যাল ব্রিটিশ লিজিওন প্রবীণ সেনাদের সাহায্যকারী একটি সংস্থা। ১৯৫২ সাল থেকে সংস্থাটিকে সাহায্য করছেন রানী এলিজাবেথ। ওই পুডিং তৈরির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, ছয় বছরের যুবরাজ জর্জ একটি পাত্রে হাতা দিয়ে পুডিংয়ের উপকরণ মেশাচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা প্রিন্স উইলিয়াম, অন্য পাশে দাদা প্রিন্স চার্লস ও বাবার দাদি রানী এলিজাবেথ। সবাই জর্জের দিকে তাকিয়ে দেখছেন সে কি করছে। এছাড়াও আরও কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ পরিবারের চার সদস্য ছাড়াও আরও কয়েক জন রয়েছেন। -ইন্ডিপেন্ডেন্ট
×