ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রাম আজ শহরে পরিণত হয়েছে ॥ তোফায়েল

প্রকাশিত: ১০:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৯

গ্রাম আজ শহরে পরিণত হয়েছে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এক সময় গ্রাম ছিল অন্ধকার। রাস্তাঘাট, পুলকালভার্ট কিছুই ছিল না। আজকে গ্রাম শহরে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, এখন প্রয়োজন সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা। আমি বিশ্বাস করি সৎ নিয়ত, সৎ আশা আকাক্সক্ষা আল্লাহ কবুল করেন। আমাদের প্রত্যেককে এটি মনে রাখতে হবে। বুধবার দুপুরে তোফায়েল আহমেদ তার মা ফাতেমা খানমের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় তোফায়েল আহমেদ তার বেড়ে ওঠা, রাজনীতির পথ চলায় মা ফাতেমা খানমের প্রেরণার কথা তুলে ধরেন। তিনি বলেন, তার মায়ের নামে ভোলা জেলার উপশহর বাংলাবাজারে গড়ে ওঠেছে ফাতেমা খানম কমপ্লেক্স। এখানে রয়েছে স্বাধীনতা জাদুঘর, দৃষ্টি নন্দন ফাতেমা খানম জামে মসজিদ, ১০ শয্যার ফাতেমা খানম মা ও শিশু কেন্দ্র হাসপাতাল, সরকারী ফাতেমা খানম শিশু পরিবার, ফাতেমা খানম ডিগ্রী কলেজ, ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারী ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আজাহার ফাতেমা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ (নির্মাণাধীন)সহ বহু স্থাপনা। ২০০৬ সালের ২৫ ডিসেম্বর ফাতেমা খানম মৃত্যুবরণ করেন। এদিকে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি নিজাম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ গোলাম নবী আলমগীর, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা চেয়াম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলামসহ সরকারী বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১০ হাজার মানুষ অংশ নেন।
×