ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক গৃহকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, আরেকজন পলাতক

তেজগাঁওয়ে নিজ ফ্ল্যাটে খুন হলেন ধনাঢ্য ব্যবসায়ী

প্রকাশিত: ১০:৫৮, ২৬ ডিসেম্বর ২০১৯

তেজগাঁওয়ে নিজ ফ্ল্যাটে খুন হলেন ধনাঢ্য ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার তেজগাঁও আবাসিক এলাকার নিজ বাসায় খুন হলেন তোবারক হোসেন নামে এক ব্যবসায়ী। সত্তর বছর বয়সী এই ধনাঢ্য ব্যবসায়ীকে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করার আলামত মিলেছে। এ ঘটনায় বাড়ির এক পুরনো গৃহকর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হত্যাকা-ের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সন্ধ্যা সাতটা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ের কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। অর্থেনৈতিক কারণে হত্যাকা-ের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নিপ্পন গলি সংলগ্ন শান্তিনিকেতন আবাসিক এলাকার ১৭৮ নম্বর ছয়তলা বাড়ির চতুর্থ তলার নিজ ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় তোবারক হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারকারী তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র হাওলাদার জনকণ্ঠকে জানান, বাড়িটির চতুর্থ তলার পুরোটাই তার। নিজ ফ্ল্যাটেই তোবারক হোসেনের লাশটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। মেঝেসহ কাপড়-চোপড় রক্তে ভেজা ছিল। তার মাথায় বড় বড় দুটি আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতের চিহ্নগুলো ধারালো ছুরি দিয়ে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত কোন ছুরি বা চাকু উদ্ধার হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা যায়, হয়ত ভোরের দিকে তোবারক হোসেনকে হত্যা করা হয়ে থাকতে পারে। পোস্টমর্টেম শেষে লাশ বুধবারই পরিবারের কাছে হস্তান্তর করে মর্গ কর্তৃপক্ষ। তোবারক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন চরপাড়া গ্রামে। তিনি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে সাইফুল ইসলাম নামের একজনকে হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাইফুল ইসলাম নিহত তোবারক হোসেনের বাড়িতে ২২ বছর ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত। হাসান নামে নিহত তোবারক হোসেনের আরেকজন গৃহকর্মী ছিল। ঘটনার পর থেকেই হাসানের কোন হদিস নেই। তার সন্ধান চলছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) কাজী শফিউল ইসলাম জনকণ্ঠকে জানান, নিহত তোবারক হোসেন মূলত ব্যবসায়ী। ঢাকার মহাখালী কাঁচা বাজারের দক্ষিণ পাশে তার মামা প্লাজা নামের একটি শপিং সেন্টার আছে। নিহত তোবারক হোসেন সেই মার্কেটের মালিক। নিহতের তিন মেয়ে ও এক ছেলে আছে। তারা ঢাকায় থাকেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোবারক হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যা সাতটা নাগাদ মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সময় ওই বাড়িতে কে বা কারা ছিল সে সম্পর্কে তেমন কোন তথ্য মেলেনি। হত্যাকা-ের সঙ্গে অর্থনৈতিক বিষয়াদি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার জনকণ্ঠকে বলেন, হত্যাকা-ের প্রকৃত রহস্য জানা যায়নি। তবে চেষ্টা চলছে। এমন একজন বৃদ্ধকে হত্যার প্রকৃত কারণ জানতে তার বাসায় বিশ বছরের বেশি সময় ধরে গৃহকর্মী হিসেবে থাকা সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই বাসায় হাসান নামে আরও একজন গৃহকর্মী ছিল। সে ৩/৪ দিন আগে বাড়িটিতে গৃহকর্মী হিসেবে যোগদান করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে পাওয়া গেলে হত্যাকা-ের রহস্য জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য হাসানকে পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। মার্কেট নিয়ে কোন কোন্দল বা পরিবারের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ঝামেলা আছে কিনা তা জানা যায়নি।
×